আলিম সোহেল সাভার থেকে
সাভার হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিউন পরিষদ মাঝারি পরিসরের একটি ইউনিয়ন। ঢাকার কাছে হওয়ায় এখানকার ঘরবাড়ি-মানুষের জীবনধারা সবই চলে ঢাকার মতো। এই তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েই ফখরুল আলম সমর উঠে পড়ে কাজে লেগে পড়েন।দিন-রাত এক করে একে একে রাস্তাঘাটের উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, দখলকৃত খালগুলো পুনরুদ্ধার, বাল্যবিবাহ রোধ, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নসহ পর্যাপ্ত কাজ সম্পন্ন করেন এই অল্প সময়ে। করোনা ভাইরাসের এই মহামারীর সময়েও নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে অসহায়দের পাশে সহায় হয়েছেন সমর চেয়ারম্যান। সারাদেশেই যেখানে চেয়ারম্যান-মেম্বাররা দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত সেখানে সমর গড়েছেন এক বিরল দৃষ্টান্ত। সকলের সামনেই তিনি সরকার থেকে বরাদ্দকৃত চাল অসহায়দের মাঝে বিলিয়েছেন। উপরন্তু বনেদী পরিবারের সন্তান সমর চেয়ারম্যান নিজের ব্যক্তিগত অর্থও খরচ করেছেন গরিব মানুষের সহায়তায়। কথন আছে যে -সমর চেয়ারম্যানের কাছ থেকে কোন অসহায় মানুষ খালি হাতে ফেরত আসে না। তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর প্রাণের মানুষ সমর চেয়ারম্যানকে সারাদেশের মডেল বলে মনে করেন এলাকাবাসী। এলাকার বিশিষ্টজনদের অভিমত সংগত কারণেই সমর চেয়ানম্যান এ বছরের শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন।