চুয়াডাঙ্গা

ওমরাহ পালন শেষে গত ১৭ ফেব্রুয়ারি সৌদি থেকে দেশে ফেরেন আশুরা বেগম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে (কোভিক-১৯) আক্রান্ত সন্দেহে আশুরা বেগম (৬৫) নামে সৌদি ফেরত এক নারী চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কাশি-জ্বর এবং শ্বাসকষ্ট অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে লক্ষণ দেখে চিকিৎসকেরা তাকে আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দিতে শুরু করেনে।

এর আগে, ওমরাহ পালন শেষে গত ১৭ ফেব্রুয়ারি সৌদি থেকে দেশে ফেরেন আশুরা বেগম।  

আশুরা বেগমের পরিবারের সদস্যরা জানান, গত ৩১ জানুয়ারি তিনি ওমরাহ পালনের জন্য দুবাই হয়ে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে শরীরে জ্বর ও ব্যথা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে দেশে ফেরেন। দেশে ফেরার পর আরও অসুস্থ হয়ে পড়েন এবং জ্বরের পাশাপাশি দেখা দেয় কাঁপুনি ও কাশি। 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা মো. জামাল শুভ জানান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।