ফাইল ফটো

রোববার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার হবে।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের উদ্যোগে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সভাপতিত্ব করবেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রাক্তণ পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. বেনজীর আহমেদ। অন্যান্যের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সেমিনারে বক্তব্য রাখবেন।