শব্দগুলো পঙ্গু হয়ে রাত জাগে
এই শীতে- কিবোর্ডে, দূর-দূরান্তের ছায়গল্পে
জেব্রাক্রসিং আর রেলপাড় ছেড়ে
কার্নিশে ঝুলে থাকা রিফিউজি কাক-ও
হয়তো জেনে গেছে- গল্পের ফাঁদ, নগরের দুঃখ!
যদি অন্য আরেকটি কিবোর্ড হতো- উল্টো পথে
সুড়ঙ্গ খুঁড়ে- তোমার ফিরিয়ে দেওয়া কোনো
বেকার প্রেমিকের স্ট্যাটাসে লিখে দিতাম-
‘ফুলগুলো সব হাওয়া জুঠা করে দিয়েছিল প্রিয়!’