চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ১৬তম বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালা ২০২০।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসব্যাপী এ বিতর্ক কর্মশালা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড.শিরিন আখতার।

কর্মশালায় বাংলা ও ইংরেজি বিতর্ক এবং পাবলিক স্পিকিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিতর্কের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে ধারণা দেওয়া হবে। কর্মশালায় ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিতর্ক প্রশিক্ষকরা। এছাড়া বিশেষ গ্রুমিং সেশনে সংগঠনের জ্যেষ্ঠ বিতার্কিকদের সঙ্গে শিক্ষার্থীরা বিতর্ক অনুশীলনের সুযোগ পাবেন।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি বিতর্ক এবং পাবলিক স্পিকিংয়ের তিনটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০

এমএ/টিসি