,

it-shop.Com

 মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান মাঝআকাশে

Spread the love

অনলাইন ডেস্ক : আবারো মাঝআকাশে যুদ্ধের পরিস্থিতি! মুখোমুখি রাশিয়ার ও মার্কিন যুদ্ধবিমান।

জানা গেছে, রাশিয়ার যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরের ওপর একটি মার্কিন বিমানকে তাড়া করে। আর সেই তাড়া খেয়ে বিমানটিকে উড়ে যেতে বাধ্য হয়। সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান মার্কিন ওই যুদ্ধবিমানের একাধিকবার পথ আটকানোর চেষ্টা করে।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন আরও জানিয়েছে, রাশিয়ার সুখোই-২৭ বোমারু-বিমান রোববার মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট গোয়েন্দা বিমানের ওপর অন্তত ১০ মিনিট ধরে নজরদারি চালিয়েছে।

একপর্যায়ে রাশিয়ার ওই যুদ্ধবিমান মার্কিন বিমানটির প্রায় ২০ ফুটের মধ্যে চলে আসে।

মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গত জানুয়ারি মাসেও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন ঘটনা ঘটেছিল। সে সময় রুশ-বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণ সাগরের ওপরে তাড়া করেছিল।

রিপোর্টে বলা হয়েছে, রুশ বিমানবাহিনীর মাধ্যমে প্রায়ই মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে।

রুশ কর্মকর্তারা মার্কিন এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর