আলিম সোহেল, সাভার প্রতিনিধি : খাল খনন ও খাল উদ্ধার,নতুন রাস্তা নির্মান,৮টি উন্নতমানের ড্রেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মুল, বাল্যবিবাহ বন্ধ সহ অল্প সময়ের মধ্যে সাভার হেমায়েতপুরের তেতুলঝোড়া ইউনিয়নের চেহারাই পাল্টে দিয়েছেন তরুন প্রজ‌ন্মের রাজনী‌তির আইকন খ্যাত ফখরুল আলম সমর চেয়ারম্যান।

সংবাদ শ্রমিক হিসেবে অনুসন্ধানে জানা যায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে খুবই অল্প সময়ে ইউনিয়ন পরিষদকে ঢেলে সাজিয়ে রাস্তা-ঘাটের অনেকটাই নতুন করে দিয়েছেন, সাথে পর্যাপ্ত পরিসরে ড্রেন করে দেয়ায় রাস্তায় কোন পানিই জমছে না ফলে রাস্তার কোন ক্ষতিই হচ্ছে না।পূর্বের সকল চেয়ারম্যানের মাথাতে যে সহজ বিষয়টি না এসেছে বা ইচ্ছাকৃত আসেনি সেটা সমর চেয়ারম্যান বুঝেই রাস্তা তৈরির পাশেই ড্রেন  করেছেন আগে।ভালকে ভাল-কালকে কাল বলা সাধারন মানুষের অভিমত তেতুলঝোড়া ইউনিয়নের আমাদের সমর চেয়ারম্যান সম্ভবত দেশের সকল চেয়ারম্যানদের উদাহরন হতে পারেন কারন এমন ঘন বর্ষায় যেখানে বাংলাদেশের সমস্ত ইউনিয়নের রাস্তার বেহাল দশা সেখানে তার সময়োপযোগী সিদ্ধান্তে এখানকার সকল রাস্তাই দৃশ্যমান উন্নতির পথে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সময়মত বই তুলে দেয়া , মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার ব্যপারে তার সাহসী পদক্ষেপ সকলকে অভিভুত করেছে।এলাকাবাসির অভিমত এভাবেই যদি তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখেন অচিরেই জনপ্রিয়তায় তিনি সকলকেই ছাড়িয়ে যাবেন।