দর্পণ ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনবেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমকে মাহি বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তিনি গণসংযোগও শুরু করেছেন। মাহি বলেন, ‘আমার বাড়ি রাজশাহী। তবে চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতোমধ্যে আমাকে আপন করে নিয়েছে। তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের (চাঁপাইনবাবগঞ্জ) মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নিই এবং তাদের পাশে থাকি।’
আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না জানতে চাইলে মাহি বলেন, ‘যদি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না।’
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে মাহির স্বামী রাকিব সরকার গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমেই রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী।
যদিও গত নভেম্বরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মাহি। তার নানাবাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায়। আর দাদাবাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
সে সময় মাহি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি পলিটিকস বুঝি না, তবু আমি শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই।’