ফাইল ফটো

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ ১৭ জুলাই থেকে শুরু হয়েছে। আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ রয়েছে।

এর আগে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নেয়নি বিএনপি। এমনকি ২০ দলীয় জোটের শরিক ও তাদের মিত্র দলগুলোও যায়নি। এবারও বিএনপির সংলাপে না যাওয়ার সিদ্ধান্তে শরিক এবং মিত্র দলগুলো একমত পোষণ করেছে বলে সূত্রে জানা গেছে।

সংলাপের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার কোনো প্রশ্নই আসে না। এ মুহূর্তে আমাদের মূল দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে ইসির সঙ্গে কোনো বিষয় নিয়ে সংলাপে বসতে আগ্রহী নই।

রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আবারো টালবাহানা শুরু করেছে বিএনপি। যেখানে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল উৎসাহ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসছে, সেখানে তাদের গাত্রদহ শুরু হয়েছে।