অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চাকরি ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কোটা বাদ দেয়া যাবে না। চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা যৌক্তিক। প্রধানমন্ত্রী কোটা সংস্কার করে যৌক্তিক কোটা পদ্ধতি চালু করবেন।

শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রংপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে শনিবারই রংপুরে পৌঁছান এরশাদ।

তিনি বলেন, ‘আমরা বিরোধিদলে ছিলাম। কিন্তু কিছু পাইনি। আমাদেরও তো কিছু পাওয়ার আশা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আমি বলেছি, আমাদের অংশীদার করে নেন। ১০ থেকে ১৫টা মন্ত্রী দেন, ৬০-৭০ জন এমপি দেন। আমরা এতোদিন বাইরে ছিলাম। এখন আপনাদের সাথে থাকতে চাই। তা না হলে আমরা আলাদা নির্বাচন করব।’

অনেক কিছুই ঘটতে পারে— এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা নির্বাচন করবো। ৩০০ আসনে প্রার্থী দেব। বিএনপির অবস্থা খারাপ। বিএনপি নির্বাচনে আসবে কি-না জানি না। তারা নির্বাচনে এলেও আমাদের কিছু যায় আসে না। আমরা নির্বাচন করবো।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি যখন জেলে ছিলাম সে সময় রংপুরের পাঁচটি আসনে জয়লাভ করেছি। এক সময় রংপুর বিভাগের ২২টি আসনের ২১টিই পেয়েছিলাম। আগামী নির্বাচনেও আমরা আমাদের হারানো আসনগুলো ফিরে পাবো বলে আশা করছি। রংপুরে জাপার দুর্গ শক্তিশালী হলে সারাদেশে এর প্রভাব পড়বে।’

এরশাদের সফরসঙ্গীর মধ্যে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জেলা প্রশাসক এনামুল হাবীব প্রমুখ।

রোববার রংপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির সম্মেলন হবে। এই সম্মেলনে যোগ দিতেই রংপুর সফর করছেন জাপা চেয়ারম্যান।