ঢাকা: সরকারের উপসচিব ও সমপর্যায়ের ২২১ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়াদের মধ্যে বিভিন্ন দূতাবাসে কর্মরত ছয়জন কর্মকর্তা রয়েছেন।

সোমবার (০৪ সেপ্টেম্বর ) রাতে তাদেরকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতি পাওয়া পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগে পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে।