মোস্তফা কামাল, যুক্তরাজ্য প্রতিনিধি:
যুক্তরাজ্য সফররত সিলেট বিভাগীয় স্পেশাল কোর্টের পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্যস্থ কানাইঘাটবাসী। ২২ মে সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্যস্থ কানাইঘাটবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং গাছবাড়ী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাকাউন্টেট সোলেমান আহমেদ, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল ও ইমরান আহমদের পরিচালনায় সভায় বক্তারা অ্যাডভোকেট ফখরুল ইসলামের সমাজ উন্নয়নে নানা ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, একজন আইনজীবী হিসেবে তিনি যেমন অসহায় ও দরিদ্র মানুষের মামলা-মোকদ্দমায় সহযোগিতা করছেন, একইভাবে জন্মমাটি কানাইঘাট এলাকার সামাজিক উন্নয়ন, সমাজ সংস্কার ও শিক্ষার উন্নয়নে তিনি সরব। সভায় বক্তব্য দেন কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা রফিক আহমদ, সাবেক সভাপতি ইজ্জত উল্লাহ, কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান বাহার, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসাইন, সহসভাপতি মোস্তফা জামাল, সহসভাপতি শামীম আহমদ সামুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, সদস্য আশরাফুল ইসলাম, কমিউনিটি নেতা ফখর উদ্দিন, সাদ উদ্দিন, ফখর উদ্দিন আহমদ, কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী সোহেল, আব্দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা সারওয়ার কবির, কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চ্যারিটি সম্পাদক ফাহাদ আহমদ, সাবেক ছাত্রনেতা খয়ের উদ্দিন চৌধুরী, কমিউনিটি নেতা হাফিজ মাওলানা আব্দুর রহিম, সোলেমান আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান চৌধুরী, মাহমুদুল হাসান বাবুল, সাবলু আহমদ, জায়নুল আবেদিন ও আল আমিন। কোরআন তেলাওয়াত করেন কানাইঘাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক হাফিজ সুহেল আহমদ। আরও বক্তব্য দেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ আব্দুর রহিম, সদস্য সচিব ইব্রাহীম আলী, নাজমুল ইসলাম জাহাঙ্গীর, ফজলে রাব্বী জামিল প্রমুখ। সভায় যুক্তরাজ্যে বসবাসরত শতাধিক কানাইঘাটবাসী উপস্থিত ছিলেন।