যাত্রী ও যানবাহন নিয়ে ডুবোচরে আটকা পড়েছে ফেরি

সোমবার(২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিচা এলাকায় ফেরিটি আটকা পড়ে। ফেরিটি কাজীরহাট ঘাট থেকে আরিচায় আসছিল।

বিআইডব্লিউটিসির আরিচা নৌ-অঞ্চলের ডেপুটি জেনারেলন ম্যানেজার(ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরে আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। স্রোতের কারণে নৌ চ্যানেলের মার্কগুলোও উঠে গেছে। সন্ধ্যায় যাত্রী ও যানবাহন নিয়ে কাজীরহাট থেকে আরিচা আসছিল ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।

তীব্র স্রোতের মধ্যে চলতে গিয়ে ফেরিটি মূল চ্যানেলের পাশে ডুবোচরে আটকা পড়ে। ফেরিতে কিছু পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি আছে। বিআইডব্লিউটিসির জাহাজ (আইটি-৯৪) দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে ডা. গোলাম মওলা নামের আরেকটি রো রো ফেরিকে উদ্ধারের জন্য পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ফেরিটি ডুবোচর থেকে উদ্ধার হয়নি। আটকা পড়া ফেরির অনেক যাত্রী ইঞ্জিনচালিত ট্রলারে করে আরিচা ঘাটে পৌঁছেছেন বলে জানা গেছে।