দর্পণ ডেস্ক : সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে সকাল ছয়টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ও ‘ধর্মঘট’ শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীসহ সারাদেশের মানুষ।

কিছু কিছু জায়গায় কালী লাগানোর মতো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধমগুলোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাই। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীদের বহন করা একটি বাসে হামলার পর ছাত্রী ও বাস চালকের মুখে ও কাপড়ে কালি লাগিয়ে দেয় পরিবহন শ্রমিকরা। এর কিছু ছবি ফেইসবুক এ ভাইরাল হলে এই ঘটনার নিন্দা জানিয়ে অনেকে দায়ীদের কঠোর শাস্তিও দাবি করেন।

আজ দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় একটি পাম্পের কাছে আন্দোলনকারীরা বাসটি থামিয়ে দেন। রতিবাদ করার সময় কয়েকজন ছাত্রীর মুখে ও কাপড়ে কালি লেপে দেন এবং সবাইকে জোর করে বাস থেকে নামিয়ে দেয় শ্রমিকরা।