অনলাইন ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি মুক্তি পেয়েছেন। গত ৯ মে দলটির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হলে পাকিস্তানজুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, সে সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান শাহ মাহমুদ কুরেশি।

কারা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালতের নির্দেশে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মুক্তি পাওয়ার পরই আদিয়ালা কারাগারের বাইরে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের এই সিনিয়র নেতা। তিনি বলেন, ‘আমি পিটিআই কর্মীদের বলতে চাই, ‘ন্যায়বিচারের পতাকা’ আমার হাতে রয়েছে এবং আমি এখনো এই আন্দোলনের অংশ।’