অনলাইন ডেস্ক : গত ফেব্রুয়ারিতে হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু মায়ের চলে যাওয়া হয়তো এখনো মেনে নিতে পারছেন না জাহ্নবী কাপুর। তাই তো ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মায়ের শাড়ি পরেই মায়ের পুরস্কার নিলেন তিনি। জাহ্নবীর শাড়ি পরা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডিজাইনার মনীষ মালহোত্রা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মায়ের শাড়িতে জাহ্নবী কাপুর। এটি খুব আবেগঘন ও অসাধারণ একটি মুহূর্ত।’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে শ্রীদেবীর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে হাজির ছিলেন প্রয়াত নায়িকার স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে শ্রীদেবীকে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে মায়ের হয়ে পুরস্কার গ্রহণ করেন জাহ্নবী ও খুশি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তাদের বাবা বনি কাপুরও।