দর্পণ ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ। মালদ্বীপের বিপক্ষে আগের তিন ম্যাচ মোকাবিলায় সবগুলোই জিতেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে শতভাগ জয়েই দৃষ্টি গোলাম রাব্বানী ছোটনের দলের। এ কোচের পাশাপাশি সাবিনা খাতুন ও মারিয়া মান্ডাও নেপাল থেকে সে প্রত্যাশার কথা জানালেন। ম্যাচের আগে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছিলেন, ‘ঢাকায় ৬ সপ্তাহের প্রস্তুতির পর মেয়েদের ফিটনেস ভালো পর্যায়ে রয়েছে। আশা করছি, তারা নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়বে।’
অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘প্রতিযোগিতা শুরুর আগে মেয়েরা উৎফুল্ল। দর্শকরাও নারী দলের ওপর আস্থা রাখছেন। এ ম্যাচে আমরা ভালো নৈপুণ্য দেখাতে চাই।’ মিডফিল্ডার মারিয়া মান্ডা বলেন, ‘ভালো প্রস্তুতির পর আমরা খেলার জন্য মুখিয়ে আছি। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে প্রথম দুই ম্যাচ জিততে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ সাত জাতি প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে মালদ্বীপ ছাড়াও ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। নেপাল ও ভুটানের মধ্যকার ম্যাচ দিয়ে মঙ্গলবার প্রতিযোগিতা শুরু হয়েছে।