স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থার মালিকদের সংগঠন “এ্যাডভার্টাইজিং এজেন্সী ওনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (এএওএবি)” মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে এক আবেদনে করোনা দুর্যোগে মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে অন্যান্য ব্যবসার মত তাদেরকেও প্রণোদনা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য নিউজপেপার এর আয়ের প্রধান মাধ্যম বিজ্ঞাপন প্রাপ্তিতে প্রধান ভূমিকা মূলত বিজ্ঞাপনী সংস্থাগুলো পালন করে থাকে। তাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম টিকিয়ে রাখার জন্য হলেও বিজ্ঞানী সংস্থাগুলোকে টিকিয়ে রাখা প্রয়োজন। বিজ্ঞাপনী সংস্থাগুলো সরকারের নির্দেশনা মেনে বন্ধ থাকার জন্য ইতিমধ্যে সংবাদপত্রগুলোর আয়ও বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছু পত্রিকার ছাপা সংস্করণ বন্ধ হয়ে গেছে। প্রথম সারির পত্রিকাগুলো বিজ্ঞাপনবিহীন ক্ষুদ্র কলেবরের স্বল্পসংখ্যক পত্রিকা প্রকাশের মাধ্যমে কোনরকমে টিকে আছে। এছাড়া কয়েকশত বিজ্ঞাপণী সংস্থায় কর্মরত হাজার হাজার পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
এ্যাডভার্টাইজিং এজেন্সী ওনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আবেদনটি হুবহু দেয়া হলঃ

বরাবর

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

বিষয়ঃ এ্যাডভার্টাইজিং এজেন্সিদের প্রণোদনা দেওয়ার জন্য আকুল আবেদন।

মহাত্মন,

মানবতার জননী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন ব্যবসার সাথে জড়িত। আমরা জানি আপনি এ যুগের মাদার তেরেসা, বিপন্ন বিশ্ব তথা বাংলাদেশে সকল মানুষের ভরসাস্থল, আপনি মহান, আপনি এ জাতির গর্ব। আমরা আজ নিরুপায় হয়ে আপনার দ্বারে হাজির হয়েছি আপনার সদয় সহানুভূতি পাওয়ার জন্য। আজ আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।আমাদের ছোট ছোট প্রতিষ্ঠানে হাজারো কর্মচারির বেতন ভাতা দিতে পারতেছিনা। তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আমাদের দেখার কেউ নেই। পত্রিকার বিজ্ঞাপনের ব্যবসার সাথে আমরা যারা জড়িত তাদের কাজের প্রধান সেবাগ্রহণকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। করোনা নামক ভাইরাসের সংক্রমণ এর কারনে বন্ধ রয়েছে। আমরা বিভিন্ন কোম্পানির/প্রতিষ্ঠানের সাথে কাজ করি। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যম হিসেবে। সরকারী,বেসরকারী,স্কুল,কলেজ এবং কোম্পানি বন্ধ থাকায় আমরা এখন কোথায় যাব। বাসা ভাড়া, অফিস ভাড়া পরিশোধ করা তো অনেক পরের কথা স্ত্রী সন্তান নিয়ে তিন বেলা ডাল ভাত কিভাবে খাব সে চিন্তায় আমরা দিশাহারা। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমীপে আমাদের সদয় মিনতি দেশের অন্যান্য সেক্টর এর মত আমাদেরকে প্রণোদনা দিলে স্ত্রী সন্তান নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতাম। আমাদের যে কারো কাছে যাবার জায়গা নেই আপনি ছাড়া।তাই বাধ্য হয়ে আপনার দ্বারস্থ হলাম। একটু আমাদের বিষয়টা সুবিবেচনার দৃষ্টিতে দেখবেন আশা করছি।

বিনীত নিবেদক

এ্যাডভার্টাইজিং এজেন্সি ওনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ(এএওএবি)

এর পক্ষে

হাসান মাহমুদ মোক্তার, সভাপতি, মুঠোফোন নং-০১৭১৫০৫২২৪০

মোঃ জাকির খান, সাধারণ সম্পাদক, মুঠোফোন নং-০১৯৭৯৪৩৮২৫৩

বিপ্লব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মুঠোফোন নং-০১৭৯৫৫৫৬৩৮৫

এ্যাডভার্টাইজিং এজেন্সি ওনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ(এএওএবি) এর সদস্যগণঃ

১। মিঃ ফিরোজ – ইমন এ্যাড – ইত্তেফাক মোড় ২। আর এম ফরহাদ উদ্দিন – অন্তর এ্যাড ট্রেড – ইত্তেফাক মোড় ৩। মিঃ সুবোধ ঘোষ – রিয়া এ্যাড – মতিঝিল, ঢাকা। ৪। মোঃ রিপন মিয়া – ট্রাস্ট এ্যাডভার্টাইজিং – ২/২, আর কে মিশন রোড, ঢাকা। ৫। মোঃ আলিমুজ্জামান – বঙ্গবাজার বিজ্ঞাপনী সংস্থা – বি,বি,এভিনিউ। ৬। মোঃ আজাদ – কানেকশন এ্যাড – পান্থপথ, ঢাকা। ৭। মোঃ সোহাগ – জে এস এ্যাড – ইত্তেফাক মোড় ৮। মোঃ পনির – এ্যাড পয়েন্ট – ইত্তেফাক মোড় ৯। মোঃ ফরিদ – কেয়ার এ্যাড – ইত্তেফাক মোড়  ১০। মোঃ সুমন – ফাইনারি এ্যাড – ইত্তেফাক মোড় ১১। মোঃ শামিম – স্বর্না এ্যাড – পল্টন ১২। মোঃ মনির – পারফেক্ট এ্যাড – দৈনিক বাংলার মোড় ১৩। মোঃ খলিলুর রহমান – পপুলার টেলিকম এ্যাড – বনানী ১৪। মোঃ মল্লিক – এম এস কমিউনিকেশন – গুলশান-১ ১৫। মিজান চৌধুরী – চৌধুরী এ্যাড – ইত্তেফাক মোড় ১৬। মোঃ সালাউদ্দিন – এস আহমেদ এ্যাড – ইত্তেফাক মোড় ১৭। মোঃ সোহেল – এ্যাড লিংক – টিকাটুলি ১৮। মোঃ ফরিদ উদ্দিন – অহনা এ্যাড – ইত্তেফাক ১৯। মোঃ আলমগীর – গ্লোবাল কমিউনিকেশন – টিকাটুলি ২০। মোঃ শওকত – মিডিয়া ট্রিপল এইচ – কাওরান বাজার ২১। মোঃ পিন্টু – তাকওয়া – কাওরান বাজার ২২। মোঃ ফয়েজ – মেরিনা এ্যাড – ফার্মগেট ২৩। মোঃ নজরুল ইসলাম বাবুল – এন এন এ্যাড – কাটাবন ২৪। মিঃ নুরুল হক – সানি এ্যাড — পান্থপথ ২৫। রাজিব মহাজন–গ্লোবাল কমিঃ – ফার্মগেট ২৬। শাহ্ জামাল – শুভ এ্যাড – কাটাবন ২৭। গনেশ চন্দ্র হাওলাদার – স্মৃতি এ্যাডভার্টাইজিং – তোপখানা রোড, ঢাকা। ২৮। মিঃ মজনু – এম এম এ্যাড – ইত্তেফাক মোড় ২৯। পুলক রঞ্জন – পৃথ্বী এ্যাড – মিরপুর, ঢাকা। ৩০। আশিষ সরকার – পলি এ্যাড – মোহাম্মদপুর,ঢাকা। ৩১। মেজবাহ – ফেয়ার এ্যাড – ইত্তেফাক মোড়, ঢাকা। ৩২। আলি আক্কাস – এ্যাড লাইনার – ইত্তেফাক মোড়,ঢাকা। ৩৩। দোয়েল এ্যাড – জামাল হোসেন – ইত্তেফাক মোড়, ঢাকা। ৩৪। এস, আলম এন্টার প্রাইজ – আশরাফ হাসান ইমন – ইত্তেফাক মোড়, ঢাকা। ৩৫। হক এ্যাড – এনামুল হক – ইত্তেফাক মোড়,ঢাকা। ৩৬। বিপ্লব আহম্মেদ – বিপ্লব এ্যাডভার্টাইজিং – পুরানা পল্টন। ৩৭। আবদুল্লাহ – ভরসা এ্যাড – ইত্তেফাক মোড়, ঢাকা। ৩৮। নজরুল ইসলাম – শাপলা মিডিয়া এ্যাড – ইত্তেফাক মোড়, ঢাকা। ৩৯। নাজমুল হোসেন – প্রিয়া এ্যাড – ইত্তেফাক মোড়,ঢাকা। ৪০। মিঃ সুবোধ বাবু – পাওয়ার এ্যাড মিডিয়া – মতিঝিল,ঢাকা। ৪১। মোঃ শাহীন – রুপন্তি মিডিয়া এ্যাড – ২,আর কে মিশন রোড,ঢাকা। ৪২। মোঃ গিয়াস – আশা এ্যাড – ২,আর কে মিশন রোড,ঢাকা। ৪৩। মোঃ মোশাররফ হোসেন খোকন – এম এইচ এ্যাডভার্টাইজিং – ফকিরাপুল, ঢাকা। ৪৪। মোঃ সিদ্দিকুর রহমান – এশিয়ান এ্যাড – ইত্তেফাক মোড়। ৪৫। ফয়েজ উদ্দিন বেলাল – আনিকা এ্যাড মিডিয়া – যাত্রাবাড়ি। ৪৬। ফসিহ্‌ উদ্দিন বেলাল – রংধনু এ্যাডভার্টাইজিং লিঃ – টিকাটুলি। ৪৭। খাঁন মোহাম্মদ আইউব – আফরিনা মিডিয়া কর্পোরেশন – নদ্দা বাসস্ট্যান্ড। ৪৮। সালাহ্উদ্দিন আহমেদ – ওয়েস্টার্ন মিডিয়া – পুরানা পল্টন। ৪৯। সাহিদুর রহমান – শিরোমনি মিডিয়া – তোপখানা রোড। ৫০। ইসমাইল হোসেন জমির – জে এইচ এস মিডিয়া কমিউনিকেশন – মিরপুর-১,ঢাকা। ৫১। মোঃ আবু হানিফ ও নুরুল হক তালুকদার – নয়ন এ্যাডভার্টাইজিং, পান্থপথ, ঢাকা। ৫২। নজরুল ইসলাম – এ্যাডজোন – পুরানা পল্টন। ৫৩। জসিম উদ্দিন – – অগ্রনী এ্যাডভার্টাইজিং, কাকরাইল। ৫৪। মোস্তাফিজুর রহমান – রয়েল এ্যাড – শতাব্দী সেন্টার। ৫৫। মোঃ আল আমিন ভুইয়া – এ টু জেড কমিউনিকেশন – মিরপুর-১,ঢাকা। ৫৬। মোঃ আসাদুজ্জামান – লাকি এ্যাডভার্টাইজিং – মিরপুর-১, ঢাকা। ৫৭। মোঃ মনির – জুই এ্যাড – ২/২, আর কে মিশন রোড,ঢাকা। ৫৮। মোঃ নজরুল ইসলাম – সারা এ্যাড – ২/২, আর কে মিশন রোড,ঢাকা। ৫৯। মোঃ রনি – গোমতি এ্যাড – মতিঝিল, ঢাকা। ৬০। মোঃ সেলিম – এ্যাড এশিয়া – পুরানা পল্টন। ৬১। সহিদ খান – এস খান এ্যাড – ২/২, আর কে মিশন রোড, ঢাকা। ৬২। আলি আকবর – খান এ্যাড – বাংলা মটর, ঢাকা। ৬৩। কবির রানা – রানা এ্যাড – মতিঝিল, ঢাকা। ৬৪। মোঃ হারুন – এ্যাড প্লাস – হাতিরপুল ৬৫। মিসেস ছবি ঘোষ – পাওয়ার এ্যাড – মতিঝিল। ৬৭। মোঃ কবিরুজ্জামান কবির ভাই – সোনালী এ্যাড – হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা। ৬৮। ফিরোজ আহমেদ – হৃদি এ্যাড – মিরপুর-৬, ঢাকা। ৬৯। এ কে কিবরিয়া হোসেন (টিপু) – নভেল এ্যাড – রামপুরা,ঢাকা। ৭০। মোঃ সুজন – সুফিয়া এ্যাড – উত্তরা, ঢাকা। ৭১। রাসেল আহমেদ – মাগমা এন্টারপ্রাইজ – কল্যানপুর, ঢাকা। ৭২। মোঃ শরিফুল ইসলাম মিঠু – স্বরুপ এ্যাডভার্টাইজিং – উত্তরা,ঢাকা। ৭৩। গোলাম সরওয়ার – এ্যাডকেয়ার ,নয়াপল্টন, ঢাকা। ৭৪। মোঃ সুজন – সুফিয়া এ্যাড – উত্তরা, ঢাকা। ৭৫। মোঃ রাসেল পারভেজ জুয়েল এবং নাহিদ এইচ সিদ্দিক – টিমওয়ার্ক কমিউনিকেশন – পান্থপথ, ঢাকা ৭৬। মোঃ গোলাম রসুল – রোজ কমিউনিকেশন – ফকিরাপুল,ঢাকা ৭৭। মোঃ মাসুদ জামান – নকশী কমিউনিকেশন্স – মতিঝিল, ঢাকা। ৭৮। বিশু দাদা – অরিত্র এ্যাডভার্টাইজিং – মতিঝিল, ঢাকা। ৭৯। হিরন খান – নিলয় এ্যাডভার্টাইজিং – বণশ্রী, ঢাকা। ৮০। জাজিরা এ্যাড – মতিঝিল, ঢাকা। ৮১। নিকিশা এ্যাড – মতিঝিল, ঢাকা। ৮২। মোঃ নজরুল – নাজ এ্যাড, কাজীপাড়া, ঢাকা, ৮৩। মোহাম্মদ আনিছুর রহমান বাবু, তানিম এডভারটাইজিং, রুম-২৩ (২য়তলা), ২৮ ল্যান্ডভিউ কমার্শিয়াল সেন্টার, গুলশান-২, ঢাকা-১২১২ ৮৪।. মোঃ বশির হোসেন কানন. সজল এাড  ২, আর কে মিশন রোড, ঢাকা ৮৫ ।মিঃ হাসান মাহমুদ মোক্তার — জহির এ্যাড।কাওরান বাজার ৮৬। মিঃ জাকির খান — সংযোগ এ্যাড, মিরপুর-১২,পল্লবী,ঢাকা।