আবার সাংবাদিকতায় ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, মন্ত্রিত্ব তো আর সারা জীবন থাকবে না, মন্ত্রিত্ব সব সময় থাকবে এমন তো কোনো কথা না, মন্ত্রিত্ব সব সময় থাকবে এই অহংকারও আমি করি না। অনেক বাঘা বাঘা মন্ত্রিরা এখন আর নেই। মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিক হয়ে যাব।

তিনি আরও বলেন, সাংবাদিকরা তো স্মার্ট। যে কোনো ইনফরমেশন খুব তাড়াতাড়ি কালেক্ট করে ফেলে। মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতা হব। সবসময় কী আর মন্ত্রিত্ব থাকবে? যে কোনো সময় ক্ষমতা চলে যেতে পারে। ক্ষমতায় আবার ফিরে আসব এরকম নিশ্চয়তা আর দিতে পারি না।

সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমি এক সময় সাংবাদিক ছিলাম, ভালো সাংবাদিকতার সঙ্গে আমি ছিলাম।

এসময় সেতুমন্ত্রী বলেন, আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় ফিরে আসব।

উল্লেখ্য, ওবায়দুল কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আশির দশকে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সাথেও সম্পৃক্ত। রচনা করেছেন অনেকগুলো গ্রন্থ। গ্রন্থগুলি হলো :

Bangladesh: A Revolution Betrayed, (যা ১৯৭৬ সালে কলকাতা মনীষা পাবলিশার্স প্রকাশ করেছে)
বাংলাদেশের হৃদয় হতে
পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু
এই বিজয়ের মুকুট কোথায়
তিন সমুদ্রের দেশে
মেঘে মেঘে অনেক বেলা
রচনা সমগ্র
কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি।
নির্বাচিত কলাম ও
গাংচিল