অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি রেস্টুরেন্টে বিবস্ত্র এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে এন্টিয়কের উপকণ্ঠে রাইফেল নিয়ে হামলে পড়েন ২৯ বছর বয়সী ট্রাভিস রেইনকিং। খবর: বিবিসি।

রেস্টুরেন্টে ঢুকেই এলোপাতাড়ি গুলি করতে থাকেন ট্রাভিস। একপর্যায়ে এক কাস্টমার বন্দুকটি ছিনিয়ে নিতে সক্ষম হলে পায়ে হেঁটেই ঘটনাস্থল ছেড়ে যান হামলাকারী।

বন্দুকধারীর খোঁজে নেমেছে পুলিশ। শারীরিক বর্ণনা দিয়ে তার সন্ধান চেয়ে টুইট করেছে ন্যাশভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট।

জানা গেছে, হামলাকারী এআর-১৫ অ্যাসল্ট রাইফেল দিয়ে হামলা চালায়। সাধারণ যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলাকারীরা এই অস্ত্র ব্যবহার করে থাকে।

গত অক্টোবরে লাসভেগাসে ৫৮ জনকে এবং ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় ১৭ শিক্ষার্থী হত্যায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।