দর্পণ রিপোর্ট : অদ্য ৩১ অক্টোবর, বুধবার, সকাল ১০.৩০ মিনিটে ঢাকার সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে শরীয়াহ আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে “জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের আমির মুফতি মুহিব্বুল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্সের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, এলায়েন্সের কো- চেয়ারম্যান এম.এ.আউয়াল এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলায়েন্সের মহাসচিব এ্যাড. নুরুল ইসলাম খান, শরীয়াহ আন্দোলন বাংলদেশের মহাসচিব মুফতী আবু ইউসুফ গওহরী, জাওহার ইকবাল খান, ইঞ্জি: মারুফ বিল্লাহ, মাওলানা সাহাদাত হোসেন, এলায়েন্সের সরিক দলের শীর্ষনেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতী হাসারাত খান ভাসানী, কাজী মাসুদ, হেকিম গোলাম মোস্তফা, মাওলানা ফখরুল আলম প্রমুখ।

সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব ছিদ্দিকুর রহমান মিয়া, শরীয়াহ আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহিব্বুল্লাহ ও ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্সের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চেীধুরীর হাতে ফুল দিয়ে মহাজেটের অন্তর্ভূক্ত ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্সের শরিকদল “শরীয়াহ আন্দোলন” বাংলদেশে যোগদানের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশী প্রেতাত্মাদের হস্থক্ষেপ ও ষড়যন্ত্রের গভীর নীল নকশার আলামত পাওয়া যাচ্ছে। ইসলাম বিদ্বেষীশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বাধীনতা বিরোধী ও দেশদ্রোহী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্স দেশদ্রহী ও ইসলাম বিরোধীদের মোকাবেলায় সদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। বক্তাগণ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের ধারাবাহিক সফলতাকে অব্যাহত রাখার লক্ষ্যে দেশবাসিকে উদাত্ত আহবান জানান।