দর্পণ ডেস্ক : পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের করা শেষ ওভারের চতুর্থ বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতকে জয় এনে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৩ বলে তখন প্রয়োজন ছিল ৬ রানের। মন্থর ওভার রেটের কারণে ৩০ গজ বৃত্তের বাইরে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারেনি পাকিস্তান। তবে হার্দিকের বক্তব্য, ওই মুহূর্তে বাউন্ডারি লাইনে ১০ ফিল্ডার রাখলেও তিনি ছক্কাই মারতেন।
পাকিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচ জেতানোর সঙ্গী রবীন্দ্র জাদেজার সাথে আলাপচারিতায় হার্দিক বলেছেন, ‘শেষ ওভারে ৭ রান খুব বড় কিছু মনে হয়নি আমার কাছে। বাঁহাতি স্পিনার ছিল বোলিংয়ে । ৫ ফিল্ডার ভেতরে থাকার কোনো প্রভাব পড়েনি। কারণ ৫ ফিল্ডার কেন, ১০ ফিল্ডার বাইরে থাকলেও আমাকে মারতেই হতো। আমি ঠিক করেছিলাম প্রথম বলেই ছক্কার চেষ্টা করব। কারণ প্রথম বলে ছক্কা মারলে ম্যাচ ওখানেই শেষ। ’
ওই শেষ ওভারের প্রথম বলেই আউট হয়েছিলেন দারুণ ছন্দে থাকা রবীন্দ্র জাদেজা। ওই সময় ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানান হার্দিক, ‘ইনিংসে একবারই আমি বিচলিত হয়েছি, আপনি আউট হওয়ার পর। তবে মাথায় কোনো চাপ সত্যি বলতে আসেনি। কারণ আমার মতে, চাপ বেশি ছিল বোলারের। অপেক্ষায় ছিলাম যে সে একটা ভুল করবে। সে যেভাবে ফিল্ডিং সাজিয়েছিল, তাতে আমরা বুঝে গিয়েছিলাম, সে ব্যাক অব লেংথে বল করবে। তাই প্রস্তুত ছিলাম।’