সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হলেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনা-১ আসনের রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২  এর ১৬(২) ও ১৬(৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১০৯ বরগুনা-১ এলাকায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

চিঠি অনুযায়ী বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দলীয় প্রতীক নৌকা বরাদ্ধ দেয়ার জন্য অনুরোধ করা হয়।

সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গোটা দক্ষিনাঞ্চলে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ৪০ বছরেরও বেশি সময় ধরে বরগুনা জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তিনি।

২৫ বছরেরও বেশি সময় ধরে পালন করছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৫ বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চার বার (১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪) সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী পরে খাদ্য উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। এবার ৬ষ্ঠবারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন।

এবিষয়ে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা বাংলাদেশের দ্বিতীয় টুঙ্গিপাড়া। এখানের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থাশীল। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে গিয়ে বরগুনার আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখহাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে আবারো বিপুল ভোটে বিজয়ী করবে।

তিনি আরো বলেন, বিগত দিনে বরগুনার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিলো আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। সকলকে সাথে নিয়ে বরগুনার উন্নয়নে কাজ করতে চাই।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বোর্ড ২৫ নভেম্বর বরগুনায় আওয়ামী লীগের ৫২ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে যৌথভাবে দলীয় মনোনয়ন প্রদান করেছিলেন।