ছবি: সংগৃহীত

টেক সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, ২৭৬ এর মধ্যে ৪৭ জনকে অন্য এক দফতরে নিযুক্ত করেছে টেসলা। ছাঁটাই হওয়া বেশিরভাগ কর্মীই স্বল্প-দক্ষ, এবং কম বেতনের আওয়তায় ছিলেন। যেমন অটোপাইলট ডেটা লেবেলিং। এটির কাজ হল টেসলার অ্যালগরিদম কোনো বস্তুকে ভালো বা খারাপভাবে চিহ্নিত করেছে কি-না তা নির্ধারণ করা।

মূলত, গত মাসে টেসলার সিইও ইলন মাস্ক ঘোষণা করেছিলেন যে বেতনভোগী কর্মীদের ১০ শতাংশ ছাঁটাই করা হবে। আর তারপর থেকেই ক্রমাগত কর্মী ছাঁটাই করতে শুরু করে টেসলা।

প্রসঙ্গত, টেসলাতে বিশ্বজুড়ে প্রায় ১ লাখ মানুষ কাজ করেন। সম্প্রতি যেসব কর্মীদের ছাঁটাই করে টেসলা সেইসব চাকরিচ্যুত কর্মীদের হয়ে আইনজীবীদের একটি দল মার্কিন আদালতের কাছে জরুরি সুরক্ষার আবেদন করেছে।

গত মাসেই টেসলার গিগাফ্যাক্টরি টু থেকে ৫০০ জন কর্মচারীকে ছাঁটাই করেছে কোম্পানি। কর্মচারীদের অধিকারের পক্ষেই মার্কিন আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।