বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কথা ছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা বাতিল করায় বিএনপির মহাসচিব এই আসন থেকে ভোট করেন।

এই আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।স্থানীয়রা জানান, সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মির্জা ফখরুল এবার দুটি আসন থেকে নির্বাচন করেন। বগুড়া-৬ আসনের পাশাপাশি তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করেন।