অনলাইন ডেস্ক : এই প্রথম অস্ট্রেলিয়ার জনসংখ্যা আড়াই কোটি ছাড়ালো। দেশটির সরকার মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। মূলত অভিবাসী জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় এই প্রথমবারের মতো জনসংখ্যা আড়াই কোটিতে পৌঁছেছে। এ ছাড়াও সিডনি ও মেলবোর্নের বাইরে বসবাস এবং কাজ করতে নতুন অভিবাসীদের উত্সাহিত করার চেষ্টা করছে সরকার।
এদিকে ৮৭ শতাংশ দক্ষ অভিবাসী থাকতে গত বছর সিডনি ও মেলবোর্নে আসেন। অপরদিকে অভিবাসীদের আবাসন এবং অবকাঠামো চাপ কমাতে বলায় মঙ্গলবার তর্কের মুখে পড়েন দেশটির নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যালান টিউডজি।
তিনি বলেন, আমরা সারা বিশ্ব থেকে সেরা ও উজ্জ্বল মানুষগুলো চাই। দক্ষ অভিবাসীদের থাকা সুবিধা দিতে আমরা উন্মুক্ত রাখতে চাই না। আমরা অতি প্রতিভাদের খুঁজে আনতে চাই।
তিনি আরও বলেন, সরকার আঞ্চলিক এলাকায় অভিবাসন ব্যবস্থা প্রসারের আনুষ্ঠানিক কার্যক্রমের দিকে নজর দিচ্ছে যেখানে বিশেষ দক্ষতা চাহিদা রয়েছে।
অবশ্য অভিবাসীর সংখ্যা বাড়ায় দেশটির জন্য কতটুকু ভালো হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। সরকার বলছে, এখানে জনসংখ্যার বিন্যাসে সমস্যা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জনসংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে সিডনি ও মেলবোর্নে।
সরকার এখান থেকে জনসংখ্যা অন্য শহরগুলোয় স্থানান্তরিত করতে চাইছে। এই দুই শহরে মোট জনসংখ্যার দুই-পঞ্চমাংশ বাস করে। অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, শহরে ৬৭ শতাংশ মানুষ বাস করে। বিবিসি ও গার্ডিয়ান।