-এ বি সানোয়ার হোসেন
আমি বাংলার সেই সাধারণ মানুষে কথা বলছি;
আমি পেটের ঈশ্বর হত্যাকারীর কথা বলছি।
আমি সেই গর্বিত  কৃষকের কথা বলছি;
যে দু’আতুর জমির ধান হাসি ফোটায় কৃষকের মুখে,
হয়তো হঠাৎ কোন বন্যার জলে মাঠ’টা তলিয়ে যায়।
সেই বন্যার জল যেন তাঁর পেটের ঈশ্বরকে হত্যা করে গেল।
আমি বাংলার সেই নিরীহ  কৃষকের কথা বলছি।
আমি সেই রিকশাচালক বীর নাগরিকের  কথা বলছি;
যার রোজগার, ভরণপোষণ  ঐ রিকশার দু’প্যাডেল হাকিয়ে হয়,
হয়তো কোন বিত্তশালীর গাড়ির  ধাক্কায় ভেঙ্গে- গুড়ে আহত হয়ে পড়ে রয়।
সেই বিত্তাশালীই যেন তাঁর পেটের ঈশ্বরকে হত্যা করে গেল।
আমি বাংলার সেই দুঃখী রিকশাচালকের কথা বলছি।
আমি সেই অক্লান্তকর্মা লাল পোশাকের কুলীর  কথা বলছি;
যার সকাল-সন্ধ্যার ঘাম  সংসারের মুখে হাসি ফোটায়,
হয়তো কোন মহলদ্বারের কথায় তার লাল পোশাটিও কেড়ে নেওয়া হয়।
সেই উপর মহলই যেন তাঁর পেটের ঈশ্বরকে হত্যা করে গেল।
আমি সেই বঞ্চিত কুলীর কথা বলছি।
আমি সেই দুঃসাহসী জেলের কথা বলছি;
যার সমুদ্র গহীনে সংসার, ছেলে-পেলের মুখে দু’মুঠো অন্ন দেয়,
কিন্তু কোন সাইক্লোন দুমড়ে-মুচড়ে সমুদ্রতলে তলিয়ে দেয়।
সেই সাইক্লোনই যেন তাঁর পেটের ঈশ্বরকে হত্যা করে গেল।
আমি সেই হতভাগ্য জেলের কথা বলছি।
আমি বাংলার সাধারণ সেই মানুষের কথা বলছি;
আমি পেটের ঈশ্বর হত্যাকারীর কথা বলছি।