দর্পণ ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে মূল আলোচনা করবেন বিশ্বনেতারা। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের স্বাগত বক্তব্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। উইদোদো বলেন, ‘বিশ্বকে বাঁচাতে যুদ্ধ বন্ধ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এই সংঘাতের মধ্য দিয়ে বিশ্বকে ভাগ করা মোটেও ঠিক হবে না। যুদ্ধ বন্ধে জি-২০ জোটকে অবশ্যই প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পরবর্তী প্রজন্মকে আরেকটি স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না।’
সম্মেলনের আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জোটের সদস্যগুলোর মধ্যে মতবিরোধ চাঙ্গা হয়ে ওঠে। সম্মেলনের আগে রাশিয়াকে বহিষ্কারের দাবি জানিয়েছিল বেশ কয়েকটি দেশ। কিন্তু আয়োজক ইন্দোনেশিয়া সেই দাবি প্রত্যাখ্যান করেছে। তা ছাড়া রাশিয়ার সমালোচনা করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন উইদোদো।