মো: আ:রশীদ হাওলাদার, পটুয়াখাল প্রতিনিধি :
পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ মাদক সেবীকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।
র‌্যাব সূত্রে জানা গেছে শনিবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মুহাম্মদ ছুরত আলম, এর নেতৃত্বে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ও জনাব নাদির শাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ সোহেল খাঁন(২৯), পিতাঃ মোঃ আদম খাঁন খান, সাং লোহালিয়া , থানা ও জেলাঃ পটুয়াখালী উজ্জল শীল(২৫), পিতাঃ বিমল শীল, সাং লতিফস্কুল রোড় , থানা ও জেলাঃ পটুয়াখালী, মোঃ নাদিম আহমেদ(২৮), পিতাঃ মোঃ নাসির উদ্দিন, সাং পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলাঃ পটুয়াখালীকে অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার ও সেবনের অপরাধে অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৯(১) এর ৭(ক) ধারায় অভিযুক্ত করে ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং মোঃ গোলাম রাব্বি(২০), পিতাঃ মোঃ জাফর আলী, সাং মিঠাপুকুরপাড় , থানা ও জেলাঃ পটুয়াখালী , মোঃ শহিদুল ইসলাম(৪২), পিতাঃ মৃত মোহাম্মদ খাঁন , সাং লাউকাঠী আবাসন , থানা ও জেলাঃ পটুয়াখালী, মোঃ মাসুম হাওলাদার(৪৫), পিতাঃ মোঃ আদম আলী খান, সাং লোহালিয়া , থানা ও জেলাঃ পটুয়াখালীকে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার ও সেবনের অপরাধে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৯(১) এর ৯(ক) ধারায় অভিযুক্ত করে ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।