আলিম সোহেল : সাভারের হেমায়েতপুরে নিম্ন আয়ের পোশাক শ্রমিকদের বসবাস।ঢাকার অতি নিকটে হেমায়েতপুর একটি শিল্প এলাকা হিসেবে বেশ পরিচিত।হেমায়েতপুরে লোকাল যারা তারা রীতিমতো বাড়িভাড়ার ব্যবসা ফেঁদে বসেছেন।মাত্র দুইরুমের বাসা এখানে ১১-১২হাজার টাকা।এভাবেই বাড়ি ভাড়ার কোন নীতিমালা না থাকাতে যে যেভাবে পারছে সেভাবেই ভাড়া আদায় করছেন।এ যেন মাসচুক্তি চাদাবাজি। এ ব্যপারে কয়েকজন শ্রমিক বলেন ইউনিয়ন পরিষদে যদি বাড়িভাড়ার একটা নীতিমালা থাকত তাহলে আমরা বাড়িওয়ালাদের এ চাদাবাজি থেকে মুক্তি পেতাম।তারা আরো বলেন বাড়ি ভাড়ার ব্যপারে কোন কথা বলতে গেলে বাড়িওলাদের পেটোয়া বাহিনী তাদের মারধর করে।তাই দ্রুতই একটি বাড়িভাড়ার নীতিমালা হোক এটা সকলেরই প্রানের দাবি।