দর্পণ ডেস্ক : আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এখানে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েদের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের আসরে খেলবে ১০ দল। দক্ষিণ আফ্রিকার তিনটি ভেন্যুতে খেলা হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৮ দল নির্বাচিত হওয়ার পর বাকি দুটি দলকে যেতে হবে বাছাই পর্ব পেরিয়ে। নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দল খেলবে বাছাই পর্বের ফাইনাল। আর দুই ফাইনালিস্ট ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাছাই পর্ব খেলতে হলেও আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবস্থানের প্রেক্ষিতে আঞ্চলিক বাছাই খেলতে হয়নি বাংলাদেশের মেয়েদের। শুধু বাংলাদেশ নয়, এই সুযোগ পেয়েছে থাইল্যান্ডও। এই দুই দলকে দুই গ্রুপে রাখা হয়েছে। বাকি দলগুলো আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে সুযোগ পেয়েছে মূল বাছাইয়ে।
দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম এবং মাঠ সংলগ্ন একাডেমিতে চলবে বাছাই পর্ব। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের লড়াই। দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, ১৯ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর, পাশাপাশি দুই মাঠে। অন্যদিকে ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।