নাটোর প্রতিনিধি :
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি বৃহস্পতিবার সদর উপজেলার হালসা ইউনিয়নে গণসংযোগ করেছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সকাল থেকে দত্তপাড়া হয়ে হালসায় যান। পথে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে পথচারী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তার ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আবারও তাকে (শিমুল)কে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। গণসংযোগের সময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা এবং যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু।