মোঃ লিটন হোসেন লিমন, নাটোর থেকে ঃ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগাতিপাড়া উপজেলাসহ দেশের বিভিন্ন জেলার ১৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষনা করেন। এ উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সিংয়ের আয়োজন করা হয়। সেখানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শাহিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বাগাতিপাড়ার একজন বিদ্যুতের উপকারভোগী গৃহিনীর সাথে কথা বলেন। বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর মাধ্যমে একশ’ কোটি টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলায় মোট ৫৮৮ কিলোমিটার বিদ্যুতায়ন করা হয়েছে। এছাড়াও এ উপজেলায় দুটি বিদ্যুৎ বিতরন উপকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ফলে ৬৩ হাজার ৮৮২ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।