ডাসার উপজেলার পথচলা শুরু- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রথম ইউএনও হিসেবে সারমীন ইয়াছমীনের যোগদানের মধ্য দিয়ে বৃহস্পতিবার নবগঠিত এ উপজেলার পথ চলা শুরু হয়।

এ উপলক্ষে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, কালকিনির ইউএনও পিংকি সাহা, সরকারি শেখ হাসিনা অ্যাকাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি.কে আইডিয়াল আতাহার আলী অ্যাকাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এসময় সরকারি শেখ হাসিনা অ্যাকাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন ‘সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার  সহযোগিতায় দেশের উন্নয়নের অংশহিসেবে ডাসার উপজেলা হয়েছে। যা এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি ভাগ্যোন্নয়নে সহায়ক হবে।’

ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল হাসান বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। আমরা খুবই আনন্দিত।