দর্পণ ডেস্ক : মুখে হিংসা আর কঠোরতার ছাপ। এদের কেউ দাঁড়িয়ে তির-ধনুক নিয়ে, তো কেউ তলোয়াড়। সামনে এল ‘ঠাগস অফ হিন্দুস্থান’ পোস্টার। আর সেই সঙ্গে স্বপ্নপূরণ হল আমিরের।
পোস্টার শেয়ারের সঙ্গে স্বপ্নপূরণের কথা লিখেছেন আমির। তিনি জানিয়েছেন, ‘পোস্টারে নিজেকে অমিতাভ বচ্চনের পাশে দেখা, আমার কাছে স্বপ্নের মতো। তাই আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা আমার সঙ্গে হয়েছে’।
আমিরের ‘ঠাগস অফ হিন্দুস্থান’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে প্রথমবার ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিরকে। তাছাড়া ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেশমতি সাম্রাজ্যের কাহিনি। এবার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া।
তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। এই সিনেমার জন্য তৈরি হয়েছে আস্ত দুই জাহাজ। যা প্রায় একবছর ধরে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম।
এছাড়া রয়েছে আমির। বছরের একটি ছবি। সেটাই ব্লকবাস্টার হিট। সদ্য মুক্তি পেয়েছে এই ছবিতে তাঁর লুক। যার ক্যাপশনে নায়ক লিখেছিলেন, ‘এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য’।
প্রথম থেকেই শোনা যাচ্ছে, এছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিরকে। যেখানে তিনি অভিনয় করবেন জলদস্যুর ভূমিকায়। তাই শুরু থেকেই ভয়ঙ্কর এক লুক মাথায় এঁকে রেখেছিল সিনেপ্রেমীরা। কিন্তু আমিরের এই লুকে নেই ভিলেনের ছাপ। বরং কিছুটা মজাদার লাগছে তার এই রূপ।
চরিত্র আর লুক নিয়ে আমিরের এক্সপেরিমেন্ট নতুন কিছু নয়। তবে ২৫ সেকেন্ডের যে ভিডিও দেখা যাচ্ছে। সেখানে আমির খান ফিরাঙ্গির ভূমিকায়। তাই ফার্স্ট লুক দেখে বলিউডের একটা বড় অংশ মনে করছেন, হয়তো কোনও বিদেশির চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।