দর্পণ ডেস্ক : নানা কারণে আমরা দিনের বেশির ভাগ সময় মানসিক চাপের মধ্যে কাটাই। আর তার প্রভাব পড়ে আমাদের শরীরের উপরেও।
হজমের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, অনিদ্রা, স্নায়ুর সমস্যা— ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে এই মানসিক চাপ থেকে। আর মানসিক চাপ, উদ্বেগে বুক ধড়ফড় করা, উচ্চ রক্তচাপের সমস্যা, অনিদ্রা— এ সবই মার্কিন মনোরোগ বিশেষজ্ঞদের মতে ‘ট্রাম্প অ্যাংজাইটি ডিজঅর্ডার’-এর লক্ষণ। হ্যাঁ, মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারেই এই অসুখের নামকরণ করেছেন মার্কিন মনোরোগ বিশেষজ্ঞ জেনিফার প্যানিং। অল্পতেই মেজাজ হারানো, যে কোনও পরিস্থিতিতে অসহায় লাগা, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানো, সোশ্যাল মিডিয়ায় অত্যধিক সময় কাটানো এই রোগের প্রধান কয়েকটি লক্ষণ।
ওয়াশিংটনের ‘কাউন্সেলিং অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার’-এর মনোবিদ এলিজাবেথ লামোট-এর মতে, এই বিশেষ ধরনের দুশ্চিন্তা আর পাঁচটা দুশ্চিন্তার থেকে আলাদা। বিশেষ রকম রাজনৈতিক পরিবেশেই এই ধরনের দুশ্চিন্তার সৃষ্টি হয়। মার্কিন মনোবিদরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্তরা শুধু ট্রাম্প-বিরোধী নন।
আর এর ফলেই মানসিক চাপ, উদ্বেগ আর বিশেষ ধরনের দুশ্চিন্তার সৃষ্টি হয়। মাস খানেক আগেই টুইট করে মার্কিন প্রসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন ভাল কাজ করার পরও ৯০ শতাংশ মার্কিন সংবাদ মাধ্যম প্রশাসনের বিরুদ্ধে নেতিবাচক খবর পরিবেশন করে।