ভলোদিমির জেলেনস্কি - ফাইল ছবি

সোমবার (১৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার সাথে যোগসাজশের অভিযোগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি ওই দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রভাবশালী নিরাপত্তা বাহিনী স্লুজবা বেসপেকি ইউক্রেনি, এসবিইউর প্রধান ইভান বাকানভ এবং প্রধান কৌঁসুলি ইরিনা ভেনেডিক্টোভাকে চাকরিচ্যুত করেন জেলেনস্কি। এরপরই আটক করা হয় ইভান বাকানভকে।

জেলেনস্কি জানান, এই দুই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তত সাড়ে ৬শ মামলা দায়ের করা হয়েছে। যেগুলোর মধ্যে অন্যতম হলো ইউক্রেনের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র এবং রাশিয়ার সাথে যোগসাজশের অভিযোগ। এমনকি রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে নিজ বাহিনীকে পুরোপুরি কাজে লাগাননি এসবিইউ প্রধান, এমন অভিযোগও করা হয়।

এছাড়া বাকানভ ও ভেনেডিক্টোভার প্রতিষ্ঠানের আরো ৬০ কর্মকর্তার বিরুদ্ধে ইউক্রেন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও মিলেছে।