গোফরান পলাশ, পটুয়াখালী: পর্যটন নগরী কুয়াকাটায় ‘সাগরকন্যা খেলাঘর আসর’র
আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলে আবাসিক হোটেল খান
প্যালেসের হল রুমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

কুয়াকাটা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক এম জাকির হোসাইন’র
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সম্মিলিত সাংস্কৃতিক জোটের
সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সভায় উপস্থিত সকলের সমর্থনে এম
জাকির হোসাইনকে আহ্বায়ক, মো. রাসেল খান ও মো. রাকিব মুসুল্লীকে যুগ্ম
আহ্বায়ক করা হয়।

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি’ এ শ্লোগানকে সবার মাঝে
ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ‘সাগরকন্যা খেলাঘর আসর’ কুয়াকাটা শাখার যাত্রা
শুরু হয়। সভায় শুরুতে খেলাঘর আসর সম্পর্কে বিস্তারিত ইতিহাস, কার্যক্রম ও
লক্ষ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি। নতুন প্রজন্মকে
যুগোপযোগী করে গড়ে তুলতে সৃষ্টিশীল মেধা বিকাশে তিনি সাগরকন্যা খেলাঘর
আসরের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।