গোফরান পলাশ, পটুয়াখালী: ’ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে’ এ
প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় ’বিশ্ব পর্যটন দিবস-২০১৯’ পালিত
হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুর
অপারেটর এসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন ও কুয়াকাটা
ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোশিয়েশন (কুটুম) ভিন্ন ভিন্ন ব্যানারে র‌্যালী ও
আলোচনা সভা করে।

সকাল ৯টায় হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন ও কুয়াকাটা ট্যুর অপারেটর
এসোসিয়েশন  (টোয়াক) প্রথমে ট্যুরিষ্ট পুলিশ কার্যালয় থেকে একটি র‌্যালী
বের করে। র‌্যালিটি কুয়াকাটা মহাসড়ক হয়ে সমুদ্র সৈকত প্রদক্ষিন শেষে
আবাসিক হোটেল কুয়াকাটা ইন্ এর হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এর পর
সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন’র উদ্যোগে পর্যটন হলিডে হোমস’র
সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা,
ট্যুরিষ্ট পুলিশ বরিশাল বিভাগীয় পুলিশ সুপার রেজাউল করিম, কলাপাড়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাস, কুয়াকাটা ট্যুর অপারেটর,
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন সদস্যরা আলাদা আলাদা ব্যানার ও
ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করে। এ র‌্যালীটি পর্যটন হলিডে হোমস থেকে শুরু হয়ে
সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। সেখানে পর্যটন হলিডে হোমস’র ব্যবস্থাপক সুভাস
নন্দীর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ বরিশাল বিভাগীয় পুলিশ সুপার মো.
রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক
মোল্লা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাস
প্রমূখ।


এ সময় বক্তারা আন্তর্জাতিক মানের এই পর্যটন নগরীকে গড়ে তুলতে সকলে
মিলেমিশে পর্যটন বির্নিমানে কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন, সড়ক
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তাই কুয়াকাটা সমুদ্র সৈকতে দিনে দিনে
পর্যটকের সংখ্যাও বাড়ছে। বর্তমান সরকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে
বেকারত্ব দূরীকরণের উদ্যোগ নিয়েছে। কুয়াকাটা সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন
রাখার জন্য পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি কুয়াকাটা পৌরসভাকে
ভূমিকা রাখার আহবান জানানো হয়।

পরে কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ
তুষারের নেতৃত্বে টোয়াক সদস্যরা সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন
করে। এসময় টোয়াক সদস্যরা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনের জন্য হেড
এপ্রোন, হ্যা- গ্লোভস ও মাকস্ সামগ্রী সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে
বিতরণ করেন।

এদিকে বিশ্ব পর্যটন বিদস উপলক্ষ্যে বিকালে হোটেল-মোটেল ওনার্স
এসোসিয়েশনের পক্ষ থেকে বীচ ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।