কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী মনিংসান প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী-অভিভাবিকাদের উত্যাক্ত এবং এর প্রতিবাদ করায় বিদ্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ধানখালী কলেজ বাজরে অনুষ্ঠিত এ মানববন্ধনে মনিংসান ক্যাডেট স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ স্থানীয় কয়েক’শ মানুষ অংশগ্রহন করে। এসময় হামলাকারী প্রিন্স মাহমুদের উপযুক্ত শাস্তি দাবী করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী বিথী আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি সদস্য জসিম উদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য ও ধানখালী কলেজ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আ. মন্নান। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ.লতিফ মৃধা, ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজল মিয়া, সাধারন সম্পাদক জয়নাল মুধা প্রমুখ । বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, শনিবার (৮ সেপ্টম্বর) বেলা বারোটায় বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ে প্রিন্স মাহমুদ চারজন সহযোগীকে নিয়ে বিদ্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় ক্ষুদে শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। এ ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিন্স মাহমুদ বলেন, ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, আভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।