কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস মেলা ও গঙ্গাস্নান উৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গিনায় এ সভার আয়োজন করা হয়।

আশ্রম কমিটির সভাপতি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সহ-সভাপতি কমল কৃষ্ণ হাওলাদার, মনোরঞ্জন হাওলাদার, বাদল চন্দ্র বিশ্বাস, রবিন্দ্র নাথ দাস, শেখর চন্দ্র মিত্র সেবক, যুব কমিটির সাধারন সম্পাদক বিকাশ দাস, অসীম দাস, বিপ্লব বিশ্বাস প্রমূখ।
প্রতি বছরের ন্যায় এ বছর আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার অধিবাসের মধ্যে দিয়ে এ রাস মেলা ও পূজার সুচনা হবে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।

শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক জানান, পঞ্জিকা মতে আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় পূর্ণিমা তিথি শুরু হয়ে পরদিন শুক্রবার সকাল পর্যন্ত থাকবে। ওই দিন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং কুয়াকাটার নীল জলে পুন্যার্থীরা স্নান করবে। এর পর ভক্তবৃন্দরা কলাপাড়া ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম অঙ্গীনায় রাস পূজা ও মেলায় অংশ নেবে।
এ উৎসব উপলক্ষ্যে উৎসব কমিটি আগে ভাগেই ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।