করোনা ব্যবস্থাপনায় প্রস্তুত সুনামগঞ্জ সদর হাসপাতাল

জাতীয় সংসদের বক্তব্যে দাবি জানানো এবং পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগের পর অবশেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে কয়েকজন নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ প্রাপ্ত ডাক্তাররা হাসপাতালে যোগ দিয়েছেন। সদ্য নিয়োগ দেয়া হয়েছে ১. এ্যানেসথেশিয়ার কনসালটেন্ট ২. মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ৩. শিশুরোগ বিশেষজ্ঞ একজন সিনিয়র কনসালটেন্ট এবং একজন জুনিয়র কনসালটেন্ট ৪. নাক, কান, গলার জুনিয়র কলসালটেন্ট একজন। এ্যানেসথেশিয়ার ডাক্তার না থাকায় বেশ কিছুদিন হাসপাতালে সার্জারি বন্ধ ছিল।

সদর হাসপাতালে ডাক্তার পদায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা। তবে হাসপাতালে একজন রেডিওলজিস্ট খুব প্রয়োজন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: সংসদ সদস্য

বিডি প্রতিদিন/ফারজানা