সৈয়দ মনিরুজ্জামান মারুফ
কতোদিন ফিরিনি আমি ছেড়ে আসা বন্দরে,
কতোদিন ভেসে আছি অতল জলের শরীরে।
কতোদিন খুঁজে পাইনি ডুবে যাওয়া বালুচর,
যেখানে আঁকা ছিলো নিরুদ্দেশ নাবিকের খেলাঘর।

কতোদিন দেখিনি আমি লোকালয়ের কুয়াশা,
কতোদিন শিশিরে ভেজেনা দোয়েলের বাসা।
কতোদিন শুনিনি আমি গ্রামছোঁয়া নদীর কলতান,
কতোদিন সুগন্ধ ছড়ায়না আমার মহুয়ার বন।

আ হা… কতোদিন দেখিনি আমি চাঁদডোবা প্রহর,
আঁধারের জানালায় নক্ষত্র কেঁদে যায় সারারাত ভর।
কতোদিন ফিরিনি আমি নীল-সমুদ্রের কিনারে,
কূলের নোঙ্গর ডুবে গেছে অথৈ পূর্ণিমার জোয়ারে।

হয়তো আর কোনদিন ফিরবোনা নিরুদ্দেশ আমি,
ভালো থেকো দূরের পাহাড়, ছায়াঘন সমতলভূমি।
ভালো থেকো নীলছোঁয়া মেঘ, হলুদ বসন্ত পাখি,
ভালো থেকো আমার দুঃখবেলা’র সখি।

ফিরিনি, ফিরবোনা আর কোনদিনই আমি,
ভালো থেকো মাঠ ঘাট, আমার জন্মচিহ্ন জমি……..
ভালো থেকো নীল ছোয়া মেঘ ওপারে।