দর্পণ ডেস্ক : ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ১৬ হাজার ৬২৭ জন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন, অনুপস্থিত ছিল ১৬ হাজার ৬২৭ জন। প্রথম দিন বহিষ্কার হয়েছে চার জন পরীক্ষার্থী।
প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.