দর্পণ ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার সঙ্গে দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ফুলেল শ্রদ্ধা জানান।
২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসবিরোধী সমাবেশে হামলা চালানো হয়। সমাবেশ লক্ষ্য করে ছোড়া গ্রেনেডে আক্রান্ত হন তত্কালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় নেতাকর্মীদের তৈরি মানববর্মে শেখ হাসিনা রক্ষা পেলেও ওই হামলায় নিহত হন দলের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী। আহত হন আরো অনেকে। ভয়াবহ সেই হামলার ১৮তম বার্ষিকীতে আজ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.