ছিনতাইকারীকে মাটিতে ফেলে ধোলাই দিচ্ছেন সাহসী তরুণী। ছবি ভিডিও থেকে নেয়া

বৃহস্পতিবার বিকেলে ঐ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীকে মাটিতে ফেলে ধোলাই দিচ্ছেন তিনি। বেশ কয়েকজন তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ঐ তরুণী।

দুই ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকেও পুলিশের সঙ্গে থানায় যেতে হয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে তরুণী বলছেন, দুইজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল উদ্ধার না করতে পারে এরচেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাকারী ধরে ফেললাম। আর আপনারা দুইজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?  

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হবে। আর শিক্ষার্থীর মোবাইল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।