দর্পণ ডেস্ক :
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে পাওয়া তরঙ্গ ব্যবহার করে আজ বিকেল ৪টা থেকে সাফ ফুটবলের খেলা সম্প্রচার শুরু করবে। সোমবার এ তথ্য দিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
তিনি জানান, সোমাবারই সাফ ফুটবলের আনুষ্ঠানিকতার কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি সফলভাবে পরীক্ষামূলকভাবে সম্প্রচার করেছে। আজ বিকেল ৪টা থেকে সাফ ফুটবলের সব খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হবে। এটাই বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে প্রথম সম্প্রচার।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরিই আরও বিস্তৃত পরিসরে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
চলতি বছরের ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এপের লঞ্চিং প্যাড থেকে। পরবর্তী সময়ে এটি সফলভাবে কক্ষপথে নিজস্ব অবস্থানে স্থাপিত হয়।