এ্যাডঃ মোঃ রেজাউল করিম মিঞা
এম কম, এমবিএ, এলএলবি, আইটিপি

ছোট্ট মেয়েটির অবুঝ আবদার, বলে দাদীর কাছে
খেলতে যা’ব ওই বাড়ীতে একটি ছেলে আছে
খেলার ছলে মরিচ গাছের পাতা ছিড়েছে
ধমক খেয়ে পেনটি ভরে হিসু দিয়েছে
দিনে দিনে মেয়েটি বড় হয়েছে
পাশের বাড়ীর ছেলেটার ভালো লেগেছে
এবার সাহসী ভাষায় বলে উঠলো
প্রেম করবে, যা বলে বলুক লোকে
ভয়ে কাঁপছে বুক, যদি কেহ দেখে ফেলে তাকে
তাই লুকিয়ে, নানান ছলনায় মেয়েটিকে দেখে
দিন যায় আস্তে আস্তে, সকলেই চোখে চোখে রাখে
কলেজের সেই দিনগুলো কি কষ্টে হলো পার
অনেক প্র¯ু‘তি বলতে সাহস হয় না, জমানো কথাগুলো যদি হয় বার
কেউই মানতে না’ রাজ, মানবো না’কো হার
যদিও খেতে হতে পারে মুরব্বীদের বকুনি বা মার,
বাল্য প্রেম অনেক যন্ত্রণা, অবুঝ হ্নদয় মানে না’কো মানা
তবুও এগিয়ে যাব, একদিন করতে হবে জয়
পরিণত বয়সে করলে প্রেম, হারানোর নেইতো কোন ভয়
দিপ্ত শপথ ছিলো, অনেক কষ্টের পর, সব হয়েছে জয়।