দর্পণ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি জানান, গতকাল রাতে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান ডমিঙ্গো।
ডমিঙ্গোর তত্ত্বাবধানে বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, নিউজিল্যান্ডে প্রথম টেস্ট, দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ এবং ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে জিতেছে। ২০১৯ সালের আগস্টে বাংলাদেশের দায়িত্ব নেন ডমিঙ্গো। প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হলেও ২০২১ সালে তা বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।