দর্পণ ডেস্ক : এশিয়া কাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। তবে ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু জিম করার সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি। ৫-৬টি সেলাইও লেগেছে তার। শনিবার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় চোট পান মুশফিক। যদিও জানা যায়, কোনো চিড় ধরা পড়েনি। তবে তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
মুশফিকের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।’